(December Final) Model Activity Task Class 10 Life Science Part 8 | দশম শ্রেণী জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক

Model Activity Task Class 10 Life Science Part 8

Table of Contents

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো : ১ × ৯ = ৯

১.১ উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো –

 • (ক) অক্সিন
 • (খ) জিব্বেরেলিন
 • (গ) সাইটোকাইনিন 
 • (ঘ) NAA

উত্তর: উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি হল(খ) জিব্বেরেলিন হরমোন

Advertisements

১.২  নীচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো –

 • (ক) চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া –
 • (খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া 
 • (গ) চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া 
 • (ঘ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হওয়া 

উত্তর: মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি হল(খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া 

১.৩ নীচের যে জোড়টি সঠিক তা স্থির করো –

 • (ক) STH – থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা 
 • (খ) ACTH – স্ত্রীদেহে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করা 
 • (গ) FSH – রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা 
 • (ঘ) ADH – বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো 

উত্তর: (ঘ) ADH – বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো 

১.৪ মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা নিরূপণ করো –

 • (ক) ১০ জোড়া
 • (খ) ১২ জোড়া
 • (গ) ২১ জোড়া
 • (ঘ) ৩১ জোড়া 

উত্তর : মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা হল – (খ) ১২ জোড়া

১.৫ পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো –

 • (ক) মিষ্টি আলু
 • (খ) কচুরিপানা
 • (গ) আদা
 • (ঘ) পাথরকুচি

উত্তর: পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি হলো : (ঘ) পাথরকুচি

১.৬ সংকরায়ণ পরীক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো –

 • (ক) মটর গাছের বংশবিস্তারে অনেক সময় লাগে
 • (খ) মটর গাছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি খুবই কম
 • (গ) মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম
 • (ঘ) মটর গাছের ফুলগুলিতে কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব নয় 

উত্তর: সংকরায়ণ পরীক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ বেছে নেওয়ার সঠিক কারণটি হল : (গ) মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম 

১.৭ নীচের যে জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো −

(ক) ঈস্ট − কোরকোদগম

(খ) মস −রেণু উৎপাদন 

(গ) প্লাসমোডিয়াম − পুনরুৎপাদন 

(ঘ) অ্যামিবা − দ্বিবিভাজন 

উত্তর: (গ) প্লাসমোডিয়াম − পুনরুৎপাদন

১.৮ নীচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো −

(ক) BBRR ও BbRr

(খ) BBrr ও Bbrr

(গ) BBRr ও BbRR

(ঘ) bbRr ও bbrr

উত্তর: (খ) BBrr ও Bbrr

১.৯ স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যাসন্তান জন্মানোর সম্ভাবনা নিরুপণ করো −

(ক) 0%

(খ) 25%

(গ) 50%

(ঘ) 100%

উত্তর: (ক) 0%

২. নীচের বাক্যগুলাের শূন্যস্থানগুলােতে উপযুক্ত শব্দ বসাও :

২.১ ডাবের জলে __________ হরমােন থাকে।

উত্তর: ডাবের জলে সাইটোকাইনিন হরমােন থাকে।

২.২ পায়রার একটি ডানায় __________ টি রেমিজেস নামক পালক থাকে।

উত্তর: পায়রার একটি ডানায় ২৩ টি রেমিজেস নামক পালক থাকে।

২.৩ RNA-তে থাইমিনের পরিবর্তে __________ থাকে। 

উত্তর: RNA-তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল ​থাকে।

Model Activity Task Class 10 Life Science Part 8

৩. নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : ১x৩=৩

৩.১ অযৌন জননে দুটি জনিতৃ জীবের প্রয়োজন হয়।

উত্তর- মিথ্যা

৩.২ সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়।

উত্তর- মিথ্যা

৩.৩ কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে।

উত্তর- সত্য

৪. A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো : ১×৩ = ৩

A-স্তম্ভB-স্তম্ভ
৪.১ অন্ধবিন্দু (c) রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল
৪.২ ক্রসিং ওভার  (d) মিয়োসিস
৪.৩ গ্রাফটিং  (b) স্টক এবং সিয়ন  
(a) মাইটোসিস  

৫. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও :  ১×৩ = ৩

৫.১ মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর- বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য: বয়ঃ সন্ধি দশা হলো মানুষের পেশী ও অস্থির মুখ্য বৃদ্ধিকাল। এই সময়ে পেশী ও অস্থির বৃদ্ধি,জনন অঙ্গের বৃদ্ধি,গ্যামেট উৎপাদন শুরু হয়।

৫.২ বিসদৃশটি বেছে লেখো : মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, গিনিপিগের সাদা রঙের লোম, গিনিপিগের মসৃণ লোম

উত্তর- বিসদৃশটি হল মটরের সবুজ রঙের বীজ

৫.৩ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

মাইটোসিস : ভ্ৰূণমূল  : : _________________ : রেণু মাতৃকোশ

উত্তর- মিয়োসিস

৬. দুই-তিন বাক্যে উত্তর দাও : ২×৭ = ১৪

৬.১ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো

 • নালির উপস্থিতি ও অনুপস্থিতি
 • ক্ষরিত পদার্থ
বৈশিষ্ট্যঅন্তক্ষরা গ্রন্থিবহিঃক্ষরা গ্রন্থি
নালির উপস্থিতি ও অনুপস্থিতিনালির অনুপস্থিতি, তাই অনাল গ্রন্থিনালির উপস্থিতি, তাই সনাল গ্রন্থি
ক্ষরিত পদার্থ অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরিত পদার্থ হল হরমোন্ বহিক্ষরা গ্রন্থির ক্ষরিত পদার্থ হল পাক গ্রন্থি নিঃসৃত পাক রস, ঘর্মগ্রন্থি নিঃসৃত ঘাম, সিবেসিয়াস গ্রন্থি নিঃসৃত সিবাম প্রভৃতি৷

৬.২ মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করো।

উত্তর- প্রোফেজ দশায় যে যে পরিবর্তন ঘটে তা হল –

(১) নিউক্লিয়াস থেকে জল বিভাজিত হওয়ার ফলে ক্রোমাটিন জালিকা গুলি সুপষ্ট ও ক্রমশ দৃশ্যমান হয়ে ওঠে,

(২) প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়,

(৩) প্রোফেজ দশার অগ্রগতির সঙ্গে সঙ্গে ক্রোমাটিড গুলি পিছিয়ে স্থল ও ছোট হয়,

(৪) এই দশার শেষে নিউক্লিওলাস ও নিউক্লিয়মেমব্রেনের অবলুপ্তি ঘটে

৬.৩ ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন-এর দুটি পার্থক্য উল্লেখ করো।

ট্রপিকন্যাস্টিক
ট্রপিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না।ন্যাস্টিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না।
এই প্রকার চলন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয়। এই প্রকার চলন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে কিন্তু উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে না।

৬.৪ স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো।

উত্তর- স্বপরাগযোগের সুবিধা এই পরাগযোগে একই প্রজাতির ফুলে – পরাগযোগের জন্য প্রজাতির বৈশিষ্ট্য রক্ষা পায় ও প্রজাতির মধ্যে জনিতৃ বৈশিষ্ট্য প্রকাশ পায়।

স্বপরাগযোগের অসুবিধা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হয় না এবং অপত্য উদ্ভিদের অনাক্রম্যতা হ্রাস পায়।

৬.৫ “একসংকর জননে F2 জনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে” – উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।

উত্তর- মেন্ডেল জনিতৃ জনুতে বা P জনুতে বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ খর্বকায় বা বেঁটে মটর গাছের ইতর পরাগযোগ ঘটান।যদি বিশুদ্ধ লম্বা মটর গাছের অ্যালিল TT এবং বিশুদ্ধ বেঁটে মটর গাছের অ্যালিল tt হয়

প্রথম অপত্য জনু  F প্রথম অপত্য জনুতে উৎপন্ন সংকর লম্বা গাছ গুলির মধ্যে স্ব পরাগ যোগ ঘটালে দ্বিতীয় অপত্য জনু বা F তে 3 : 1 অনুপাতে লম্বা ও বেঁটে মটর গাছ অর্থাৎ 75% লম্বা ও 25% বেঁটে মটর গাছ উৎপন্ন হয়।

দেখা যাচ্ছে, দ্বিতীয় অপত্য জনুতে উৎপন্ন মটর গাছগুলির ফিনোটাইপিক অনুপাত 3:1 (3টি লম্বা ও 1টি বেঁটে) হলেও জিনোটাইপিক অনুপাত (যা জিন বিশ্লেষণে প্রাপ্ত) 1 : 2 : 1 অর্থাৎ 25% বিশুদ্ধ লম্বা (TT), 50% সংকর লম্বা (Tt) ও 25% বিশুদ্ধ বেঁটে (tt) মটর গাছ।

৬.৬ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্য নিরূপণ করো

 • গ্যামেট উৎপাদন
 • মাইটোসিস বা মিয়োসিসের ওপর নির্ভরতা
বিষয়অযৌনযৌন
গ্যামেট উৎপাদন  অযৌন জননে  কোনো গ্যামেট সৃষ্টি হয় না। রেণুর মাধ্যমে অথবা দেহ কোশের বিভাজনের মাধ্যমে অযৌন জনন ঘটে থাকে।যৌন জননে পুংগ্যামেট এবং গ্যামেট উৎপন্ন স্ত্রীগ্যামেট এই দুই প্রকার গ্যামেট উৎপাদন হয়।
মাইটোসিস বা মিয়োসিসের ওপর নির্ভরতা  অযৌন জননে  মাইটোসিস বিভাজন লক্ষ্য করা যায়।যৌন জনন মিয়োসিস বিভাজন দ্বারা উৎপন্ন পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট এর স্থায়ী মিলনের মাধ্যমে ঘটে।

Class 10 All subject Model Activity Task 2022

Leave a Comment