[Last Final] Model Activity Task Class 10 History Part 8 | ইতিহাস ফাইনাল অ্যাক্টিভিটি টাস্ক

Model Activity Task Class 10 History Part 8

ইতিহাস

দশম শ্রেণী

পূর্ণমান – ৫০


১. ‘ক’  স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :            ১ x ৪ = ৪

ক-স্তম্ভ খ-স্তম্ভ
১.১ ভাইসরয় (ক) রাধাকান্ত দেব  
১.২ চৈত্র মেলা (খ) তারকনাথ পালিত  
১.৩ জমিদার সভা  (গ) লর্ড ক্যানিং
১.৪ বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট (ঘ) নবগোপাল মিত্র

উত্তর

ক-স্তম্ভ খ-স্তম্ভ
১.১ ভাইসরয় (গ) লর্ড ক্যানিং
১.২ চৈত্র মেলা  (ঘ) নবগোপাল মিত্র  
১.৩ জমিদার সভা  (ক) রাধাকান্ত দেব  
১.৪ বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট (খ) তারকনাথ পালিত

২. সভ্য বা মিথ্যা নির্ণয় করো :    ১  x ৪ = ৪

২.১ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল।

উত্তর: – মিথ্যা

২.২ ভারতসভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য।

উত্তর –  সত্য

২.৩ ১৮৫৭-র বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ‘ভারতের স্বাধীনতা যুদ্ধ’ বলে ব্যাখ্যা করেন।

উত্তরসত্য

২.৪ ‘বর্তমান ভারত’ গ্রন্থে স্বামী বিবেকানন্দ শুদ্র জাগরণের কথা বলেছেন।

উত্তরসত্য

৩. শূন্যস্থান পূরণ করো :              ১ x ৪ = ৪

৩.১ ভারতে ছাপা প্রথম বাংলা বই হল_______।

উত্তর – ভারতে ছাপা প্রথম বাংলা বই হল এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ

৩.২ ফোর্ট উইলিয়ম কলেজ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় __________।

উত্তর – ফোর্ট উইলিয়ম কলেজ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় ১৮০০ খ্রিষ্টাব্দে

৩.৩ ঔপনিবেশিক ভারতে _______ প্রথম ভাইসরয় নিযুক্ত হন।

উত্তর – ঔপনিবেশিক ভারতে লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় নিযুক্ত হন। লর্ড ক্যানিং

৩.৪ ‘আনন্দমঠ’ উপন্যাসটি  ________ আন্দোলনের পটভূমিতে রচিত হয়।

উত্তর – ‘আনন্দমঠ’ উপন্যাসটি ছিয়াত্তরের মন্বন্তর ও সন্ন্যাসী আন্দোলনের পটভূমিতে রচিত হয়।

৪. দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :        ২ x ৫ = ১০

৪.১ ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখ।

উত্তর –   ইন্টারনেট মানব জীবনে প্রতিদিনের উপাদান , এই সময়ে মানুষ ইন্টারনেট ছাড়া কিছু করা অনেক কঠিন। এর দুটি ব্যবহার হল –

ক) তথ্যের সহজলভ্যতা : ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে থেকেই পুরো বিশ্বের অসংখ্য তথ্য হাতের কাছেই পাওয়া সম্ভব। ইন্টারনেট থেকে খুব সহজেই বহু তথ্য সংগ্রহ করে ইতিহাস রচনা করা যায় |

খ) সময়ের সাশ্রয় : বিভিন্ন জায়গায় গিয়ে বই বা অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ করা খুবই সময় সাপেক্ষ | কিন্তু ইন্টারনেটের সাহায্যে খুব অল্প সময়েই সেই সব তথ্য খুব সহজেই সংগ্রহ করা যায়

৪.২ ডেভিড হেয়ার কেন স্মরণীয়?

উত্তর –  পাশ্চাত্য শিক্ষাবিস্তারে ডেভিড হেয়ার এক স্বরণীয় নাম। ‘ক্যালকাটা স্কুল বুক সােসাইটি’ ও ‘ক্যালকাটা স্কুল সােসাইটি প্রতিষ্ঠাতা হলেন ডেভিড হেয়ার। এ ছাড়াও তিনি কলকাতায় অনেক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করেন। যেমন, হিন্দু স্কুল, হেয়ার স্কুল ইত্যাদি।

৪.৩ বারাসাত বিদ্রোহ কী?

উত্তর – তিতুমীরের নেতৃত্বে সংঘটিত বাংলার ওয়াহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নাম খ্যাত। তিনি জমিদার, মহাজন ও নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করেন । ১৮৩০-১৮৩১ খ্রিস্টাব্দের এই আন্দোলন ২৪ পরগনা, নদীয়া, যশােহর, মালদহ প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়ে ।

৪.৪ ‘গোরা’ উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়?

উত্তর – গোরা উপন্যাসের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথের এই উপন্যাসে ব্যক্তির সঙ্গে সমাজের, সমাজের সঙ্গে ধর্মের এবং ধর্মের সঙ্গে মানবসত্যের দ্বন্দ লক্ষ্য করা যায় ।

৪.৫ গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন?

গগনেন্দ্রনাথ ঠাকুর জোড়া সাঁকোর ঠাকুর পরিবারের একজন সদস্য। তিনি বঙ্গীয় ঘরানার একজন চিত্রকর ও ব্যাঙ্গচিত্রশিল্পী হিসেবে বিখ্যাত হয়ে আছেন।
আধুনিক ব্যাঙ্গচিত্রের জনক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। তিনি বিরূপ বজ্র ‘,’অদ্ভুত লোক , নব হুল্লোড় ‘ প্রভৃতি উল্লেখযোগ্য ব্যাঙ্গচিত্র অঙ্কন করেন। এই চিত্র গুলির মাধ্যমে তিনি ঔপনিবেশিক শাসনের বিভিন্ন দিক, ভারতীয় সমাজের জাতপাত ও বর্ণবৈষম্য ব্যবস্থার তীব্র সমালোচনা করেছিলেন।