Table of Contents
ইতিহাস
দশম শ্রেণী
পূর্ণমান – ৫০
১. ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : ১ x ৪ = ৪
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
---|---|
১.১ ভাইসরয় | (ক) রাধাকান্ত দেব |
১.২ চৈত্র মেলা | (খ) তারকনাথ পালিত |
১.৩ জমিদার সভা | (গ) লর্ড ক্যানিং |
১.৪ বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট | (ঘ) নবগোপাল মিত্র |
উত্তর
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
---|---|
১.১ ভাইসরয় | (গ) লর্ড ক্যানিং |
১.২ চৈত্র মেলা | (ঘ) নবগোপাল মিত্র |
১.৩ জমিদার সভা | (ক) রাধাকান্ত দেব |
১.৪ বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট | (খ) তারকনাথ পালিত |
২. সভ্য বা মিথ্যা নির্ণয় করো : ১ x ৪ = ৪
২.১ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল।
উত্তর: – মিথ্যা
২.২ ভারতসভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য।
উত্তর – সত্য
২.৩ ১৮৫৭-র বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ‘ভারতের স্বাধীনতা যুদ্ধ’ বলে ব্যাখ্যা করেন।
উত্তর – সত্য
২.৪ ‘বর্তমান ভারত’ গ্রন্থে স্বামী বিবেকানন্দ শুদ্র জাগরণের কথা বলেছেন।
উত্তর – সত্য
৩. শূন্যস্থান পূরণ করো : ১ x ৪ = ৪
৩.১ ভারতে ছাপা প্রথম বাংলা বই হল_______।
উত্তর – ভারতে ছাপা প্রথম বাংলা বই হল এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ।
৩.২ ফোর্ট উইলিয়ম কলেজ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় __________।
উত্তর – ফোর্ট উইলিয়ম কলেজ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় ১৮০০ খ্রিষ্টাব্দে।
৩.৩ ঔপনিবেশিক ভারতে _______ প্রথম ভাইসরয় নিযুক্ত হন।
উত্তর – ঔপনিবেশিক ভারতে লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় নিযুক্ত হন। লর্ড ক্যানিং
৩.৪ ‘আনন্দমঠ’ উপন্যাসটি ________ আন্দোলনের পটভূমিতে রচিত হয়।
উত্তর – ‘আনন্দমঠ’ উপন্যাসটি ছিয়াত্তরের মন্বন্তর ও সন্ন্যাসী আন্দোলনের পটভূমিতে রচিত হয়।
৪. দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ২ x ৫ = ১০
৪.১ ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখ।
উত্তর – ইন্টারনেট মানব জীবনে প্রতিদিনের উপাদান , এই সময়ে মানুষ ইন্টারনেট ছাড়া কিছু করা অনেক কঠিন। এর দুটি ব্যবহার হল –
ক) তথ্যের সহজলভ্যতা : ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে থেকেই পুরো বিশ্বের অসংখ্য তথ্য হাতের কাছেই পাওয়া সম্ভব। ইন্টারনেট থেকে খুব সহজেই বহু তথ্য সংগ্রহ করে ইতিহাস রচনা করা যায় |
খ) সময়ের সাশ্রয় : বিভিন্ন জায়গায় গিয়ে বই বা অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ করা খুবই সময় সাপেক্ষ | কিন্তু ইন্টারনেটের সাহায্যে খুব অল্প সময়েই সেই সব তথ্য খুব সহজেই সংগ্রহ করা যায়
৪.২ ডেভিড হেয়ার কেন স্মরণীয়?
উত্তর – পাশ্চাত্য শিক্ষাবিস্তারে ডেভিড হেয়ার এক স্বরণীয় নাম। ‘ক্যালকাটা স্কুল বুক সােসাইটি’ ও ‘ক্যালকাটা স্কুল সােসাইটি প্রতিষ্ঠাতা হলেন ডেভিড হেয়ার। এ ছাড়াও তিনি কলকাতায় অনেক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা করেন। যেমন, হিন্দু স্কুল, হেয়ার স্কুল ইত্যাদি।
৪.৩ বারাসাত বিদ্রোহ কী?
উত্তর – তিতুমীরের নেতৃত্বে সংঘটিত বাংলার ওয়াহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নাম খ্যাত। তিনি জমিদার, মহাজন ও নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করেন । ১৮৩০-১৮৩১ খ্রিস্টাব্দের এই আন্দোলন ২৪ পরগনা, নদীয়া, যশােহর, মালদহ প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়ে ।
৪.৪ ‘গোরা’ উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়?
উত্তর – গোরা উপন্যাসের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথের এই উপন্যাসে ব্যক্তির সঙ্গে সমাজের, সমাজের সঙ্গে ধর্মের এবং ধর্মের সঙ্গে মানবসত্যের দ্বন্দ লক্ষ্য করা যায় ।
৪.৫ গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন?
গগনেন্দ্রনাথ ঠাকুর জোড়া সাঁকোর ঠাকুর পরিবারের একজন সদস্য। তিনি বঙ্গীয় ঘরানার একজন চিত্রকর ও ব্যাঙ্গচিত্রশিল্পী হিসেবে বিখ্যাত হয়ে আছেন।
আধুনিক ব্যাঙ্গচিত্রের জনক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। তিনি বিরূপ বজ্র ‘,’অদ্ভুত লোক , নব হুল্লোড় ‘ প্রভৃতি উল্লেখযোগ্য ব্যাঙ্গচিত্র অঙ্কন করেন। এই চিত্র গুলির মাধ্যমে তিনি ঔপনিবেশিক শাসনের বিভিন্ন দিক, ভারতীয় সমাজের জাতপাত ও বর্ণবৈষম্য ব্যবস্থার তীব্র সমালোচনা করেছিলেন।